চবিতে বিজেএসসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

নাজমুল হাসান, চবি প্রতিনিধি: বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে বিজেএসসি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সংসদ।

শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল স্টেশন প্লাটফর্মে ক্যাম্পাসের আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সংগঠন ‘পথের পাঁচালি’ এর ৪৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় বিজেএসসি চবি শাখার সভাপতি মো: আতিক উল্লাহ ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সবুজ এর পরিচালনায় শিশুদের হাতে খাতা, কলম, স্কেলসহ প্রভৃতি শিক্ষা উপকরণ তুলে দেন বিজেএসসি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি প্রবীর ঘোষ এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসান সহ শাখা সংসদের নেতৃবৃন্দরা।

বিজেএসসি চবি শাখার সভাপতি আতিক উল্লাহ বলেন, ১৩ নভেম্বর বিজেএসসির প্রতিষ্ঠাতা বার্ষিকী ছিলো। আমরা এ বছর কেক না কেটে ক্যাম্পাস এলাকার আশ-পাশের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আশা করি সুবিধাবঞ্চিতদের জন্য আমাদের এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।

আতিক উল্লাহ বলেন, বিজেএসসির কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদেষ্টা ও চবি সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদ স্যার আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি)।

‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।

বর্তমানে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং মানারাত বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি’র শাখা সংসদ রয়েছে।

/আরএ

Comments