ইবিতে গুনি শিক্ষকদের দেওয়া হবে ‘ভাইস চ্যান্সেলর’ গোল্ড মেডেল

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

মোস্তাফিজ রাকিব,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুনী শিক্ষকদের ‘ভাইস চ্যান্সেলর’ গোল্ড মেডেল পদক-সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ।

বুধবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৪৪ তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের গৃহীত হয়।

প্রতি বছর ৮ অনুষদের একজন করে ৮ জন শিক্ষককে তাঁদের শ্রেণিকক্ষে পাঠদান, গবেষণা ও মেন্টরিং এর উপর ভিত্তি করে জুরি বোর্ডের সুপারিশের মাধ্যমে এ ‘ভাইস চ্যান্সেলরস’ গোল্ড মেডেল প্রদান করা হবে।

মূলত শ্রেণিকক্ষে পাঠদান, গবেষণা ও মেন্টরিংকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে এ পদক প্রদানের সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।

এ বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) বলেন, ‘ভাইস চ্যান্সেলরস’ গোল্ড মেডেল প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশারাখি তা গুণী শিক্ষকদের মূল্যায়ন এবং নতুন গুণী শিক্ষক তৈরীতে সহায়ক হবে।

তিনি বলেন, প্রতি সেশন শেষে সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হবে।

/আরএ

Comments