আগামীকাল শুরু চবি ভর্তি পরীক্ষা; জালিয়াতি ঠেকাতে এন্ট্রি প্রক্সি অ্যাপস

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮

নাজমুল হাসান, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৭ অক্টোবর)। পরীক্ষা চলবে আগামী বুধবার (৩১ অক্টোবর) পর্যন্ত।

প্রথম দিনে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। ১ হাজার ৫শত ৫৪টি আসনের বিপরীতে ৩১ হাজার ৭শত ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অর্থাৎ এ ইউনিটের প্রতি আসনে লড়বে ২০ জন পরীক্ষার্থী। এছাড়া ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে এ বছর ক্যাম্পাসের ভিতরে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য দুটি শিফটে পরীক্ষা নেওয়া ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রথম শিফটে রোল ২০০০০১ থেকে ২১৫৮৯৫ পর্যন্ত ১৫ হাজার ৮শত ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং দ্বিতীয় শিফটে রোল ২১৫৮৯৬ থেকে ২৩১৭৯০ পর্যন্ত বাকী ১৫ হাজার ৮শত ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিবে।

এছাড়া পরীক্ষার্থীদেরকে সকালের শিফটে ৯টা ৪৫ মিনিটে এবং বিকালের শিফটে ২টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এরপর কোন শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পরীক্ষার্থীদের এফএক্স ১০০ এর নিচে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কোন ধরণে ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না বলে জানা যায়।

জালিয়াতি ঠেকাতে থাকছে এন্ট্রি প্রক্সি অ্যাপস। জানা যায়, ভর্তি পরীক্ষায় প্রক্সি ঠেকাতে এন্টি প্রক্সি নামের একটি মোবাইল ফোন অ্যাপস ব্যবহার করা হবে।

শ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, ‘ভর্তি পরীক্ষায় প্রক্সি ঠেকাতে এ বছর এন্টি প্রক্সি নামের একটি মোবাইল ফোন অ্যাপস ব্যবহার করা হবে।

কোনো শিক্ষার্থী যদি প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে অন্য কারো পরীক্ষায় অংশ নেয় কিংবা পরীক্ষা পরিদর্শক যদি সন্দেহ করেন তাহলে অ্যাপসটির মাধ্যমে যে ছবি পরিবর্তন করা হয়েছে তা বের করা যাবে। ফলে কোনো শিক্ষার্থী এবার প্রক্সি দেওয়ার চিন্তাও করতে পারবে না।

উল্লেখ্য, আগামী রোববার ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই ইউনিটে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। ‘ডি’ ইউনিটের ১হাজার ৯৮টি আসনের বিপরীতে ৪৪হাজার ৫শত ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যা প্রতি আসনে লড়বে ৪১ জন পরীক্ষার্থী। এছাড়া ২৯ ও ৩০ অক্টোবর সকাল দশটায় যথাক্রমে সি এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি-১” উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ তারিখ সকাল ১০টায় এবং দুপুর আড়াইটায় ‘ডি’১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.cu.ac.bd থেকে জানা যাবে।

/আরএ

Comments