আইসিটি ও কওমি স্বীকৃতিসহ ৭টি বিল রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৮

স্টাফ ডেস্ক: বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন, কওমি মাদরাসার সনদের মাস্টার্স সমমান স্বীকৃতি ও সড়ক পরিবহন আইন সহ ৭টি বিল রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রযেছে।

এরইমধ্যে দশম সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১৮টি বিলের মধ্যে সোমবার ১১টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আইনগুলোতে সম্মতি দেয়ায় এগুলো কার্যকর করতে এখন কোনো বাধা নেই।

সম্মতির অপেক্ষায় থাকা বিলগুলো হলো, সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদ মাস্ট্রার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান (কওমী মাদ্রাসা) বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়াত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তাবলী) বিল ২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট বিল-২০১৮ পাশ হয়।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১১টি বিলে সম্মতি স্বাক্ষর দিয়েছেন। সম্মতি দেয়া বিলগুলো হল- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; বস্ত্র বিল, ২০১৮; সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮; যৌতুক নিরোধ বিল, ২০১৮; সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮; জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমী বিল, ২০১৮; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন বিল, ২০১৮; কৃষি বিপণন বিল, ২০১৮; এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।

জানা যায়, বিধি মোতাবেক বিলগুলো ব্রডসিটে ছেপে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করতে হয়। সংসদের শেষ দুইদিনে পাস হওয়া বিলগুলো উপস্থাপনের প্রস্তুতি চলছে।

/আরএ

Comments