অনার্স ও কামিলের ১৪ এবং ১৫ তারিখের পরীক্ষা স্থগিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮ একুশ নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ১৪ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে । ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শুধুমাত্র ২৪১৬০৫ কোর্সের পরীক্ষা স্থগিত করা হয় । স্থগিত পরীক্ষাটি এপ্রিলের ১৮ তারিখ বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে । বাকী পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে । রোববার (১১ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানান হয় । এদিকে কামিল (স্নাতকোত্তর) এর ১৫ তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়েছে । ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের পরচিালিত কামিল (স্নাতকোত্তর) ১ম বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট) পরীক্ষার পূর্বঘোষিত ১৫ মার্চ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে । পরিবর্তিত রুটিন আগামী ২১ মার্চ বেলা দেড়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল ৫টায় শেষ হবে । /এসআর Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ৪র্থ বর্ষেরঅনার্সঅনার্স ও কামিলের ১৪ এবং ১৫ তারিখের পরীক্ষা স্থগিতইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ইসলামের ইতিহাসএপ্রিলকামিলজাতীয় বিশ্ববিদ্যালয়পরিবর্তিতপ্রাইভেটসংস্কৃতি