নতুন বর্ষের ছড়া ‘সালতামামি’

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

শাহনূর শাহীন

সালতামামির খেরোখাতা
হিসেব কষে শূন্য পাত
যোগ বিয়োগে পাই
আগে যেমন ভালো ছিলাম
এখন তেমন নাই।

ভাবনাহীনা আপন মনে
হারিয়ে যেতাম ক্ষণে ক্ষণে
ভবের খবর কই
যখন তখন ঘুরতে যেতাম
সঙ্গে ছিলো সই।

এখন কতো ভাবনা জাগে
ভাবনা দেখে গোস্মা রাগে
ফুঁসে উঠি রোজ
হরহামেশাই ঘটছে ঘটন
রাখছি ক’টার খোঁজ।

গুম হয়েছে খুন হয়েছে
পায়ের জুতা ক্ষয় হয়েছে
পেলাম হাতে বাশ
উনিশ বর্ষে পা দিয়ে আজ
কী করিবো আশ?

/এসএস

Comments