ফখরুননেছা হেলালী দিপার কবিতা ‘ভালোবার ছায়াপটে দৃষ্টির অগোচরে’

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

‘ভালোবার ছায়াপটে দৃষ্টির অগোচরে’

ফুটে উঠো তুমি রোজ সকালে,
এই মিষ্টি গোলাপের মতো।

না হয় পারলামনা সামনে আসতে,
বাতাশ হয়ে ছুয়ে যাবো।

কাটবে যখন রাত্রি আধার
উঠবে ভোরের আলো।

মিষ্টি সকালের সোনালী রোদ্দুরের মতো,
না হয় আলতো করেই ছুয়ে যাবো।

দিনের শেষে আবার যখন,
নামবে রাত্রি আধার।

তখন উঠলে তুমি চন্দ্র হয়ে,আকাশের রাজা,
মেঘ পরী হয়ে ছোবো তোমায়।

হাজার বাধার মাঝেও আমি,
রবো তোমার পাশেই।

শুধু দেখবেনা সামনে তোমার,
প্রকৃতির মাঝে মিশে গিয়ে যাবো ভালোবেসে।

Comments