
একুশ ডেস্ক: রেডিও টাচ’র শ্রোতাপ্রিয় অনুষ্ঠান ‘আড্ডা হবে গান কবিতায়’ সাপ্তাহিক আয়োজনের এবারের আসরের অতিথি হয়ে আসছেন দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক জনপ্রিয় সংগীত শিল্পী হাসান মহসীন এবং কবি, সাংবাদিক ও কলামিস্ট জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল একুশ নিউজ-এর নির্বাহী সম্পাদক শাহনূর শাহীন।
প্রতি সোমবার রাত ৮টায় একযোগে রেডিও টাচ’র ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়।
আরজে সালমানের উপস্থাপনায় আজ রাত ৮টায় আরো থাকছেন দিগন্তু শিল্পীগোষ্ঠীর আরেক শিল্পী ফাহীম আশরাফ।
নতুন আঙ্গিকে শুরু হওয়া অনুষ্ঠানটি ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে শ্রোতা এবং দর্শকমহলে। প্রতি সপ্তাহের মতো আগামী সোমবার ঠিক রাত ৮টায় রেডিও টাচ’র ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে।
অনুষ্ঠানটি উপভোগ করতে radiotouch24.com এ ভিজিট করতে পারেন অথবা অফিসিয়াল ফেসবুক পেজ radiotouch24.com এ।
এছাড়াও গুগল প্লে স্টোরে radiotouch24.com অ্যাপসটি ডাউনলোড করেও অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।
/এসএস