স্বামী স্ত্রীর আলিঙ্গন, আবেগঘন মুহূর্ত উপভোগ করলেন দর্শকরা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯ একুশে ডেস্ক: অনুষ্ঠানে প্রবেশ করেই স্বামীর মাথার চুলে আলতো করে হাত বুলিয়ে চুল পরিপাটি করে দিলেন স্ত্রী। এরপর স্বামীর কাছে মুখ ভরা হাসি নিয়ে একটা কিছু ব্যক্ত করলেন। খুশি হয়ে স্বামী প্রিয়তমা স্ত্রীকে আলিঙ্গন করলেন। পুরো দৃশ্যটি উপভোগ করলেন শত শত মানুষ। খুশিতে ভরে উঠলো সবার মন। অস্কারের ৯১তম আসরে উপস্থিত অনেকেই অপেক্ষায় ছিলেন জনপ্রিয় এক তারকা দম্পতির জন্য। কখন আসবেন তারা আর সৃষ্টি করবেন ভালোবাসায় ভরা একটি মুহূর্ত। অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগমন হলো তারকাদ্বয়ের। সৃষ্টি করলেন এমনই একটি ভালোলাগার নান্দনিক মুহূর্ত। প্রিয়তমা স্ত্রীকে যিনি জড়িয়ে নিলেন তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার প্রিয়তম স্বামী নিক জোনাস। সম্প্রতি অস্কারের ৯১তম আসরে ভাইরাল হওয়া ভিডিওতে এমনই দৃশ্য দেখা যায় বিয়ের পর নিক-প্রিয়াঙ্কার অস্কারে প্রথম অংশ নেওয়া। এর আগে ২০১৭ সালে অস্কার-পরবর্তী পার্টিতে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। সেবারই প্রথম তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল। এবারের পার্টিতে প্রিয়াঙ্কা পরেছেন কালো গাউনের সঙ্গে স্কার্ট। আর নিক পরেছেন নীল রঙের টাক্সেডো ও কালো টাই। গেল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’। ইতোমধ্যে সিনেমাটি বেশ প্রশংসা পেয়েছে। জানা গেছে, ঘোরাঘুরি শেষে খুব শিগগিরই তার পরবর্তী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিং-এ ফিরবেন তিনি। /এফএফ/আরএ Comments SHARES বিনোদন বিষয়: