প্রশ্নফাঁস রুখতে কান ঢেকে পরীক্ষা নিষিদ্ধ হচ্ছে

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: প্রশ্নফাঁস রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় হলে কান ঢেকে প্রার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, এ নির্দেশনা শিক্ষা অধিদফতর থেকে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।

গত ২৪ মে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩১ মে দ্বিতীয় ধাপের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ ধাপে দেশের ২৫ জেলায় প্রায় ১৪ লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন।

প্রথম ধাপের পরীক্ষায় সাতক্ষীরায় প্রশ্নফাঁস হওয়ায় বিপাকে পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে যাতে আর প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে সে জন্য গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানোসহ আরও বেশি কৌশলী হওয়ার কথা বলা হয়েছে।

৩১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা। এতে প্রশ্নফাঁস ঠেকাতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনে আমরা আরও কঠোর ও কৌশল অবলম্বন করব। কোনো প্রার্থীকে কেন্দ্রের মধ্যে কানে কাপড় জড়িয়ে ঢুকতে না দিতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রশ্নসেট আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনা কেবল সাতক্ষীরায় ঘটলেও ঢাকা থেকে প্রশ্নফাঁস হয়েছে বলে তিনি জানান। তাই প্রশ্নফাঁসের মূলহোতাকে ধরতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন বলে জানান।

Comments