ভোলার সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি ২১ জেলে নিখোঁজ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯ ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার উপক‚লে বঙ্গোপসাগরের ঢালচরের শিবচর ও টেংরার চর এলাকায় উত্তাল ঢেউয়ের তোপে ২১ জেলেসহ ২টি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার রাতে টেংরারচর এবং রোববার(৭জুলাই) রাতে শিবচরে পৃথক পৃথক এলাকায় এই ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাসনের আহমদপুর ইউনিয়নের ভাড়ানী এলাকার শাহজাহান মাঝির ট্রলার রোববার ভোররাতে ঢেউয়ের তোপে শিবচর এলাকায় ডুবে যায়। দূর্ঘটনার পরপর আশপাশে থাকা জেলে ট্রলারগুলো নিমজ্জিত জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের তান্ডব তা চেষ্টা ব্যর্থ হয়েছে। স্রেতের টানে ট্রলারসহ জেলেরা সাগরে ভেসে গেছে বলে প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার বিকেল পর্যন্ত নিখোঁজ জেলে ২১ জেলে ও ট্রলারের সন্ধান মেলেনি। অপরদিকে শনিবার রাতে সাগরের টেংরার চর এলাকায় ট্রলার ডুবির ২দিন পরও চরফ্যাসনের মাদ্রাজ ইউনিয়নের ৭ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। এসব নিখোঁজ জেলে পরিবারগুলোতে চলছে আহাজারী। গতকাল রোববার এ সংবাদ লেখা পর্যান্ত ওই ট্রলারের ৭ জেলেসহ ২১ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা যায়। নিখোঁজ জেলেদের মধ্যে ট্রলার মালিক শাহজাহান মাঝি, জামাল উদ্দিন, রুবেল, আব্দুল হাই, সুলতান, মফিজল, মো. হোসেন, আব্দুল হক, আফসার, নাছির, জসিম, সাহাজাহান, রবিউল, মাকসুদ, অজিউল্লাহ, মনির মাঝি ,জিহাদ. অজিউল্লাহ , কামাল এবং বাবুল। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাসনের আহমদপুর ও চর মাদ্রাজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান,ঢালচরের শিবচর ও টেংরার চর সংলগ্ন এলাকায় জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ভোলা থেকে উদ্ধার কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেছে। কচ্ছপিয়া জোনের কোষ্টগার্ড কন্ট্রিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, গভীর সমুদ্রে ট্রলার ডুবি ঘটনা হওয়ায় কোষ্টগার্ড উদ্ধার অভিযানে নামতে পারেনি। চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ অব্যহত আছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুম তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। Comments SHARES শীর্ষনিউজ বিষয়: