ছাত্রশিবিরকে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রলীগের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সহ মোট পাঁচটি দাবিতে উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্রলীগ নেতৃবৃন্দ। (বুধবার) দুপুরে সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেন। অন্যান্য ৪ দফা দাবি হল-শহীদ জিয়াউর রহমান হল থেকে “শহীদ” শব্দটি বাদ দিতে হবে, যেকোন মূল্যে মাদকমুক্ত ক্যাম্পাস করতে হবে, শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দিতে হবে, ক্যাম্পাসে একটি সুইমিংপুল নির্মাণ করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহীনুর রহমান, ট্রেজারার ড. মোঃ সেলিম তোহা প্রমুখ। উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, পাঁচটি দাবিই যথাযথ ভাবে মনোযোগ আর্কষণের দাবি রাখে। এটি শুধুমাত্র ছাত্রলীগের নয় এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র তথা সমগ্র দেশবাসীর দাবি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দাবিগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: