কুবি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ব্যবসায় শিক্ষা অনুষদের ৫ম তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আলেয়া আক্তার হ্যাপি ও জিসান আহমেদের যৌথ সঞ্চালনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের অনেক স্বপ্ন আছে এই বিশ্ববিদ্যালয় নিয়ে। সবার সহযোগিতায় অনেক দূর এগিয়ে নিতে চাই। এজন্য সবাই বিশ্বাসের সাথে চেষ্টা করতে হবে।

আয়োজিত এ অনুষ্ঠানের এক পর্যায়ে ১৩তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, নাচ ও গান উপস্থাপন করে।

Comments