চুনতি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯ আরিফুল ইসলাম রিফাত, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ চুনতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ,বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এটি সম্পন্ন হয়।এরমধ্যে চলতি বছরের বার্ষিক খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় পাশ হওয়া শিক্ষার্থী, কয়েকজন শিক্ষক ও দপ্তরীর বিদায়ী ও গুণী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি ইসমাঈল মানিক,বিশেষ অতিথি চুনতি সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীন মুহাম্মদ মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম, ডাঃ মাহমুদুর রহমান। বিদায় সংবর্ধেয় অতিথিঃ মাহবুবর রহমান (অবঃপ্রধান শিক্ষক),আখতার কামাল (অবঃসিনিয়র শিক্ষক),মরহুম জমির আলম(মরণোত্তর সম্মাননা), ফয়েজ আহমদ (অবঃকর্মচারী),আহমদ কবির (অবঃকর্মচারী), মোস্তাক আহমদ(অবঃকর্মচারী)। সংবর্ধেয় অতিথি এস,পি শাকিলা সুলতানা, এস,পি মুহাম্মদ তালেবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হামিদুল হোছাইন(অবঃসহ-প্রধান শিক্ষক),এম, সিরাজুল হক(অবঃসিনিয়র শিক্ষক) অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন মোঃ বাবর, সহকারী প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাশ, সিনিয়র শিক্ষক মাহবুবর রহমান,এস এম ফারুক, মোঃনূরুচ্ছফাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী,বিদায়ী শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: