বাঘারপাড়ায় শিক্ষকের মোবাইলের আঘাতে শিক্ষার্থীর মাথা ফেটে রক্তক্ষরণ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় অর্ক অধিকারি (৯) নামে এক ছাত্রকে মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ঐ ছাত্রকে স্থানীয় পল্লী চিকিৎসক অরবিন্দু রায়ের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। অর্ক উপজেলা সদরের পৌর এলাকার (দোহাকুলা) কলেজ রোডের মিষ্টি বিক্রেতা শচিন অধিকারির ছেলে এবং দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) ১২ টার দিকে স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় খুদে এই শিক্ষার্থী দুষ্টামি করলে সহকারি শিক্ষক লতা অধিকারি তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তক্ষরন শুরু হয়। পরে স্কুলে হৈ চৈ পড়ে যায়। এসময় স্কুলের শিক্ষকরা চিকিৎসকের কাছে নিয়ে যায়।

এদিকে ঘটনার বিষয় জানতে অভিবাবকের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে ও তথ্য দিতে অপারগত প্রকাশ করেছেন।

এবিষয় জানতে অভিযুক্ত সহকারি শিক্ষক লতা অধিকারি বলেন, আমার প্রেসার বেড়েছে। আমি এখন কথা বলতে পারছি না।

স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, অভিবাবকরা মাফ মুরদ করে দেছে। ব্যাপারডা এখানে শেষ। এনিয়ে যেন কোন ঝুট ঝামেলা না হয় সে বিষয়ে অনুরোধ রইল ।

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অসিম দাস বলেন, আমি দেশে ছিলাম না। এ বিষয়টা বিস্তারিত জেনে আপনাকে বলব।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, আমি এ বিষয়ে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments