ভারতে ইউনিভার্সিটিজ ইয়ুথ ফ্যাস্টিভ্যালে তিন কুবি শিক্ষার্থী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯ খোরশেদ আলম, কুবি: সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফ্যাস্টিভ্যালে অংশ নিতে ভারত পৌঁছেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনজন শিক্ষার্থী। পন্ডিত রবীশংকর শোকলা বিশ্ববিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হবে। আয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্বাবধায়নে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হওয়া এই আয়োজনে কুবি থেকে বাঁধন দাস, পিংকি ত্রিপুরা, অর্ক গোস্বামী অংশগ্রহন করছেন। এদের মধ্যে বাঁধন দাস ‘লাইট ভোকাল’, অর্ক গোস্বামী ‘ক্লেমডেলিং’, পিংকি ত্রিপুরা ‘ফোক ডান্স’ এ পারফর্ম করবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রত্যেকে নিজ বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব বিভাগে মনোনীত হয়েছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এদের চূড়ান্ত মনোনয়ন প্রদান করে। ফেস্টিভ্যালটির আয়োজনকারী সংস্থা অংশগ্রহণকারীদের উৎসবের স্থানীয় খরচসমূহ বহন করছে। তবে যাতায়াত বাবদ (বাস,ট্রেন,বিমান) ও আনুষাঙ্গিক খরচ মনোনয়ন প্রদানকারী বিশ্ববিদ্যালয়কে বহন করতে হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে কুবি কর্তৃপক্ষ এক লক্ষ নয় হাজার পাঁচশত টাকা খরচ বাবদ অংশগ্রহণকারী তিনজন শিক্ষার্থীকে প্রদান করেছে। প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্দা নামতে যাওয়া এই ফেস্টিভ্যালে বাংলাদেশের ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবে। /আরএ//বিআইজে Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: