কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনালে ২৩ রানের জয় পেয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

রোববার (২৪ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ট্যাকনোলজি (আইসিটি) বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে এ প্রতিযোগিতায় রসায়ন বিভাগ তৃতীয় স্থান অর্জন করছে।

ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ইনিংস ভালো হয়নি তাদের। নয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১১৫ রান করতে সমর্থ হয় তারা।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আইসিটি বিভাগও। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বোলারদের নৈপুণ্যে ধরাশায়ি হয় বিভাগটি। আইসিটি বিভাগ ১৬.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান তুলতে সমর্থ হয়। এতে ২৩ রানে জয় পায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

৩ উইকেট ও ১২ রান নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হোছনে মোবারক। প্রতিযোগিতায় ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন আইন বিভাগের মহিবুল রাইম । খেলা পরবর্তী সময়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিলো। তবে বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। এ পর্যায়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ১৫.১ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়েছিলো।

আম্পায়াররা নিয়মানুযায়ী খেলাটি স্থগিত রাখে। রোববার (২৪ মার্চ) ১৫.১ ওভার থেকে খেলাটি পুনরায় শুরু হয়। উল্লেখ্য, কুবির ১৯ টি বিভাগের মধ্যে ০৩ মার্চ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়েছিলো।

/আরএ

Comments