কমলনগরে ১১ তম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী,লক্ষ্মীপুর: বেতন বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণের দাবি জানান। মানববন্ধনে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের উপজেলা শাখার আহ্বায়ক আবদুস সহিদ, সদস্য সচিব মাকছুদুর রহমান, চরফলকন মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উদ্দিন, মো. ইব্রাহীম, চরফলকন জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহাম্মদ মোস্তফা ও পশ্চিম চরজাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিরেশ্বর চক্রবর্তীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বিআইজে/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন