এ বি সানোয়ার হোসেনের কবিতা ‘অনুরণন’

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

অনুরণন
এ বি সানোয়ার হোসেন

একটি তারা পড়ুক খসে;
নগ্ন আলোর স্যাঁতস্যাঁতে এই শহর বুকে!
ধ্রুব নীল মহাশূন্যে আছড়ে আসুক;
কালো বৃষ্টি ফোঁটার গভীর অনুরণন!

শহরের ত্যক্ত গলির বুকে পড়ে থাকে প্রেম!
সড়ক বাতির নোনতা আলোয় জেগে উঠুক;
ছুঁয়ে যাক উলঙ্গ বাতাসের হিম গন্ধ;
মুছে যাক কোন নিশ্চুপ সাইরেন কাঁটায়!

তাজা রক্তের ছাপ ফিকে হয়ে আছে ;
স্যাঁতস্যাঁতে আহত কোন শহরের বুক!
কান্নার স্রোত এসে মিশে অচেতন সব রাস্তায় ;
চুষে খায় সব দুর্ভিক্ষের ক্ষুধার্ত শহরের মাটি।

উদাম শহরের রাশটানা ফিকে কালোর বুকে ;
হারিয়ে যাক পৃথিবীর ধ্রুপদী সবটুকু আলো!
নিভে যাক সমস্ত আকাশ জ্বলে উঠুক –
এই রূপকথার শহর!

অবচেতন শহরের নষ্ট ল্যাম্পপোষ্টের অস্পষ্টতায়;
ঢেকে যাক ঝলসানো আসমানের উদাম শরীর;
কর্কশ লোনতা গন্ধে জেগে উঠুক ঘুমন্ত শহর!
সবটুকু উজ্বল শ্যাম আকাশ এসে মিশে যাক;
বর্ণহীন-নগ্ন স্যাঁতস্যাঁতে শহরের প্যাভিলিয়ন জুড়ে।

/আইকে

Comments