জবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ৯, ২০১৯

জবি প্রতিনিধি: জকসু  আইন প্রণনয়নসহ বেশ কিছু দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য ড. মীজানুর রহমানকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯মে) উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি তুলে দেয়া হয়।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্যান্টিনের খাবারের দাম কমানোসহ মান বৃদ্ধিতে ভর্তুকি প্রদান ও পরিবহনসমস্যা নিরসনে বাসের ডাবল ট্রিপ চালু।

এসময় শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন, ১২ তম ব্যাচের তৌসিব মাহমুদ সোহান, ১১ তম ব্যাচের নাজমুল হোসেন মুন্না, ১২ ব্যাচের সাদমান বিন মাসুদ,১৩ ব্যাচের ইমরান, তিথি প্রমুখ।

উপাচার্য স্মারকলিপি গ্রহণের পাশাপাশি সকল সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন বলে, জানান তারা।

Comments