প্রাইভেট কারকে জায়গা দিতে দূর্ঘটনায় জবির বাস, আহত ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯ জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহন করা উত্তরণ বাস প্রাইভেট কারকে জায়গা দিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রাজধানীর শ্যামলিতে শিশুমেলার সামনে মঙ্গলবার বিকাল ৪.৩০ এ দুর্ঘটনা ঘটে। এতে মনোবিজ্ঞান বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী রিয়ান, ম্যানেজমেন্ট বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রোকাইয়া ও মনি আহত হন। বাসে থাকা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, মিরপুর-১৪ গামী উত্তরণ বাসটি ৪.৩০ নাগাদ শ্যামলী শিশুমেলার সামনে পৌঁছলে, বাসের সামনে থাকা একটি প্রাইভেট কারকে জায়গা দিতে যেয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এসময় বাসের ইঞ্জিনসহ সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। আহতদের মধ্যে ১৪ ব্যাচের রিয়ান বাসের দরজা থেকে রাস্তায় ছিটকে পড়ে, এতে তার মুখে ও হাতে আঘাতপ্রাপ্ত হয় ও সামনের দুটি দাঁত আংশিক ভেঙে যায়। এছাড়াও ১৩ তম ব্যাচের রোকেয়া ও মনি মাথায় আঘাত পায়। এসময় তাদের পার্শ্ববর্তী একটি ঔষধালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর আগে গতবছর জুলাইে রাজধানীর গুলিস্তানে নগরভবনের সামনে চলন্ত অবস্থায় একই বাসের চাকা খুলে পড়ে। উত্তরণ বাসে যাতায়াতকারী ১১ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক বলেন, বাসটির অবস্থা আগে থেকেই নড়বড়ে তারপরে শিক্ষার্থীর চাপও বেশি। এর আগেও চলন্ত অবস্থায় বাসের চাকা খুলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগে থেকেই নতুন বাসের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা হয়নি। এবিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদ বলেন,বিষয়টি আমি এই প্রথম শুনলাম।বিঅারটিসি থেকে পরিবহন অফিসকে এবিষয়ে জানানো হয়নি। কাল এবিষয়ে খোঁজ নিবো, আসলে কি ঘটেছে। সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, বিঅারটিসির ভাড়াকৃত বাস হওয়ায় আমরা খবরটি এখনো পাইনি। আমি এখনই যোগাযোগ করছি। আহতদের অবস্থা জেনে ব্যবস্থা নেওয়া হবে। /আইকে Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: