পিতা মাতার দোয়া মাহফিলে নিজ হাতে মানুষকে খাওয়ালেন ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

রেজুয়ান খান রিকন, গাইবান্ধা: বাবা ফয়জার রহমান ও মা হামিদুন নেছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে নিজ হাতে আগত মেহমানদের মেহমানদারি করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির।

সোমবার সকালে নিজ এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে এ বাবা-মার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজনীন আক্তার, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, উপজেলা যুব লীগের সভাপতি সম্পাদক হারুনুর রশিদ হিরু সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত দশম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদেও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।

/আরএ

Comments