ফাহমিদা ইয়াসমিনের কবিতা ‘আমিও ভালোবাসি তোমায়’

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

আমিও ভালোবাসি তোমায়
ফাহমিদা ইয়াসমিন

আমি অপেক্ষায় থাকি
তুমি আসছো তুমি হাসছো
আমি অপেক্ষায় থাকি
তুমি ভালোবাসছো আর বাসছো।

আমি অপেক্ষায় থাকি
তুমি লিখছো তুমি পড়ছো
আমি শুনছি আর ভাবছি
তুমি কি আমার মুখোমুখি বসছো।

গায়ে হাত দেই
চিমটি কাটি
না স্বপ্ন নয়
তুমি হাসছো ভালোবাসছো আমায়
আমিও ভালোবাসি তোমায়।

/আরএ

Comments