ভোলায় শিশুর প্রতি সহিসংতা প্রতিরোধে করণীয় শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯ কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাসনে শিশু প্রতি সহিসংতা প্রতিরোধ শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোস্ট ট্রাস্টের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসিডি বাংলাদেশের অর্থায়নে কোস্ট ট্রাস্টের রেডিও মেঘনার আয়োজনে এই কর্মশালা পরিচালিত হয়। চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি ও কুকরী মুকুরী ইউনিয়নের চেয়ারম্যান মো.আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, চরফ্যাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক মিলন,চরফ্যাসন হাসপাতালের ডাক্তার শিশু বিশেষজ্ঞ অমিতাভ কুমার দে,চরফ্যাসন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আকতারুল আলম সামু, সিসিডি বাংলাদেশের যুগ্ন পরিচালক শাহানাজ পারভীন প্রমূখ। শিশু সহিসংতা রোধে করণীয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন,রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন,চরফ্যাসন উপজেলার কর্মরত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সংবাদকর্মী, শিশু এ্কাডেমি ও শিল্পকলা একাডেমি প্রতিনিধি, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, নারী ও শিশু নিয়ে কর্মরত প্রতিনিধি এবং অভিভাবকবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিসিডি বাংলাদেশের কো-অডিনেটর মোসাঃ সামছুন্নাহার সুইটি। Comments SHARES শীর্ষনিউজ বিষয়: