খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত; সারাদেশের যোগাযোগ বন্ধ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯ সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোটচাঁদপুর স্টেশন মাস্টার কাওসার জানান, রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর স্টেশনের ইউপি গেটে পৌঁছালে ট্রেনের ৮ নম্বর বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো কোনো উদ্ধার কাজ শুরু হয়নি। উদ্ধার কাজ কখন শুরু হবে তাও জানাতে পারেননি স্টেশন মাস্টার। Comments SHARES শীর্ষনিউজ বিষয়: