একুশ নিউজ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

বাঘারপাড়ায় একুশ নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল একুশ নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন, একুশ নিউজ২৪ ডটকম’র প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আমি গর্বিত। প্রথমেই আমার পক্ষ থেকে এ প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।

বর্তমান অনলাইন নিউজ পোর্টালগুলির মধ্যে পাঠকপ্রিয় একুশ নিউজ২৪ ডটকম একধাপ এগিয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে এই পোর্টালটি সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। যশোরসহ সারা দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরছে, যা অবশ্যই প্রশংসার দাবীদার। ভবিষ্যতে একুশ নিউজ এর চলমান গতি অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন।

যারা হলুদ সাংবাদিকতা করছে তারা আস্তে আস্তে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। নিউজ পোর্টালটির বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি শান্ত দেবনাথ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের ছবি পত্রিকার মফস্বল সম্পাদক এস এম নাসিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সমাজের কথা ও ভোরের কাগজ পত্রিকার বাঘারপাড়া প্রতিনিধি হুমায়ুন কবির, সত্যপাঠ পত্রিকার প্রতিনিধি প্রদীপ বিশ্বাস, প্রতিদিনের কথা পত্রিকার প্রতিনিধি অনুপম দে, দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিনিধি রাকিব হোসেন, সমাজের কাগজ পত্রিকার প্রতিনিধি তরুন মন্ডল, কালের ছবি পত্রিকার প্রতিনিধি এইচ এম মারুফ, সাংবাদিক শরাফত উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে একে অপরকে কেক খাইয়ে দেন অতিথিরা।

/আরএ

Comments