রাজধানীতে বাসচাপায় ১ ছাত্র নিহত হওয়ায় বিক্ষোভে রাস্তায় শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

একুশ ডেস্ক:রাজধানীর প্রগতি স্মরণী এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধে করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বাসের চাপায় নিহত ওই শিক্ষার্থীর নাম আবরার হোসেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সড়ক চলাচল করা লোকজন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া জানান, মঙ্গলবার ( ১৯ মার্চ) সকাল সাতটার দিকে নর্দ্দা এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার হোসেন নামে বিইউপির এক ছাত্র নিহত হয়।

ঘটনাটি জানাজানি হলে বিইউপির শিক্ষার্থীরা নর্দ্দা এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের সরাতে চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে নর্দ্দা এলাকার ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এফএফ

Comments