সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯ মোল্লা মনিরুজ্জামান মনির, ইউরোপ থেকে: ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানয় সময় রোববার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সভায় ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন দেশের কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ। এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল কবির, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, সুইজ্যারল্যাণ্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল,ফ্রিনল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম,ডেনমার্ক আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান,সুইজ্যারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ খান, জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, অষ্ট্রিয়া আওয়ামী লীগের আহমেদ ফিরোজ এছাড়াও অষ্ট্রিয়া, ইতালী,ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, হল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মান, ফ্রিনল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে অংশ নেয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। /আরএ Comments SHARES প্রবাস বিষয়: