পাহাড়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

একুশনিউজ ডেস্ক : রাঙামাটিতে বাঙালী গাড়ি চালক সজীব হত্যাসহ তিন দফা দাবিতে পার্বত্য তিন জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবান) আগামী ৭ ও ৮ মে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব এই কর্মসূচি ঘোষণা করেন।

ওই তিন শর্তের মধ্যে খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করা।

একই দাবিতে রোববার তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠন দুটি।

গত দুই দিনে পাহাড়ে ৬টি হত্যাকাণ্ড ঘটার পর শনিবার সকাল থেকে রাঙামাটির নানিয়ারচরের একমাত্র সড়ক পথ রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নানিয়ারচরে সেনা ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। দোকানপাট খোলা থাকলেও মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে দুপুরে নানিয়ারচরের ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, পাহাড়ের শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চান তারাই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। যে কোন মূল্যেই আমরা সন্ত্রাসীদের চিহ্নিত করবো। ইতিমধ্যে আমাদের তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছে। এদের গ্রেপ্তার পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানিয়েছেন, বর্তমানে নানিয়ারচরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। তিনি জানান, উপজেলা চেয়ারম্যান ও পাঁচজনের হত্যাকাণ্ডের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মহালছড়ি বাজারে কাঠ কিনতে গিয়ে মাটিরাঙ্গার উপজেলার নতুনপাড়া এলাকার মো. সালাহ উদ্দিন (২৮), মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭) নিখোঁজ হন।আর শুক্রবার রাঙামাটিতে সশস্ত্র হামলায় নিহত হন মাইক্রোবাস চালক সজিব হোসেন।

এদিকে গত শুক্রবার রাঙামাটির নানিয়ারচরের বেতছড়ির কেংক্রাছড়ি নামক স্থানে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজন নিহত ও ৮ জন আহত হন।

Comments