সচিবালয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফ; অভিভাবকদেরও দায় আছে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮ একুশ নিউজ: ভিকারুননিসার নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় সচিবালয়ে ব্রিফ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বেলা ১২টায় সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা শুধু এই ঘটনায় দোষীদের চিহ্নিত করেছি তা নয়। আমরা বরং ওই প্রতিষ্ঠানের আরো অনেক অনিয়ম চিহ্নিত করেছি। সব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, আজকে আমাকে এক ক্ষমতাধর ব্যক্তি বলেছেন, তিনমাস আগে তার নাতনীকে এবং তাকে অপমানের কথা। আমি বললাম আপনি তো আমাকে তখন বলতে পারতেন। তিনি বললেন, নাতনীর জীবনটা হয়তো নষ্ট হয়ে যেতো এই ভয়ে বলিনি। প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আপনার ঘটনার সাথে সাথে বলুন। কেননা নির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা ব্যবস্থা নিতে পারি না। এ সময় মন্ত্রী আক্ষেপ করে বলেন, যেই প্রতিষ্ঠানে এভাবে শিক্ষার্থী-অভিভাবকদের অপমান করা হয়, এতো অনিয়ম হয় সেই প্রতিষ্ঠানেই নিজেদের বাচ্চাদের পড়ানোর জন্য অভিভাবকরা সিদ্ধান্ত নেন। এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। আমার সন্তান ওই প্রতিষ্ঠানে পড়ে বলাটা যেন মর্যাদার বিষয় হয়ে গেছে। শিক্ষামন্ত্রী নাহিদ জানান, ঘটনার তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রত্যেক অভিভাবককে সচেতন হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: সচিবালয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফ; অভিভাবকদেরও দায় আছে