শবে বরাতে করণীয় ও বর্জনীয়

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১, ২০১৮

ইসলাম ডেস্ক: আজ পবিত্র শবে বরাত। হাদিসে এ রাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শা’বান। শাবান মাসের ১৫ তারিখের রাত্রিই হলো শবে বরাতের রাত্রী।

সারা বিশ্বের মুসলমানরা এ রাত্রিতে নফল ইবাদত বন্দেগির মাধ্যমে শবে বরাত পালন করে থাকে। শবে বরাতের রাত্রিতে কিছু করণীয় এবং বর্জনীয় আমল সংক্ষেপে বর্ণনা করা হলো।

করণীয়: বেশী বেশী নফল ইবাদত, যেমন- কুরআন তিলাওয়াত, যে কোন সূরা দিয়ে নফল নামায, যিকির আযকার, দু‘আ ইস্তিগফার। উক্ত ইবাদাতসমূহ সমবেত ভাবে নয় বরং একাকী করতে হবে।

উল্লেখ্য উক্ত রাতে কোন ধরা বান্ধা নিয়মে নফল নামায পড়া হাদীস দ্বারা প্রমাণিত নয়। উল্লেখ্য লাইলাতুল বারা‘আতের পরদিন রোযা রাখা নফল ইবাদত, কেউ শা‘বানের ১৩,১৪,১৫ তারিখে রোযা রাখতে পারলে উত্তম।

বর্জনীয়: আতশবাজী, হালুয়া রুটি, শিরণী-তাবাররুক, মাইকে কুরআন তিলাওয়াত ও শবীনা, আলোকসজ্জা করা, মসজিদে বা বাড়ীতে জমায়েত হয়ে বড় আওয়াজে প্রচলিত মীলাদ-কিয়াম করা, গোরস্থানে যাওয়া, মেলা বসানো, জামা‘আতের সাথে সালাতুত তাসবীহ বা তাহাজ্জুদের নামায পড়া ইত্যাদি।

সুত্র: লাইলাতুল বরা‘আতের হাক্বীক্বত জাস্টিস মুফতী তাক্বী উসমানী।

/এমএম

Comments