নামাজরত অবস্থায় মোবাইল বেজে উঠলে কী করবেন? একুশ নিউজ ২৪ ডটকম একুশ নিউজ ২৪ ডটকম প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯ নামাজের সময় মোবাইল ফোনের রিংটোন বেজে উঠলে নামাজরত অবস্থায়ই কি তা বন্ধ করা যাবে? বন্ধ করা গেলে কতবার বন্ধ করা যাবে? —আবুল কাশেম, ঢাকা। উত্তর : নামাজের আগে মোবাইল ফোন অফ করে নেওয়া বা সাইল্যান্ট করে নেওয়া আবশ্যক। তবে কেউ যদি ভুলবশত মোবাইল ফোন অফ কিংবা সাইল্যান্ট না করেই নামাজে দাঁড়িয়ে যায় এবং রিংটোন বেজে ওঠে তখন অবশ্যই তা এক হাত দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে অন্য মুসল্লিদের নামাজে বিঘ্ন না ঘটে। নামাজের যেকোনো এক রোকন (স্তম্ভ) ‘আমলে কলিলে’র মাধ্যমে দুইবার পর্যন্ত রিংটোন বন্ধ করা যাবে। তবে এই দুইবার বন্ধ করা যাতে পর পর না হয়। যেমন—দুইবার সুবহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, এ পরিমাণ বা তার চেয়ে কম সময় হতে হবে। কেননা এত অল্প সময় যদি পর পর দুইবার বন্ধ করা হয়, তাহলে ফুকাহায়ে কিরামদের এক বর্ণনা মতে, আমলে কাসির হবে এবং নামাজ ভেঙে যাবে। সুতরাং এ কাজ থেকে বিরত থাকা খুবই জরুরি। (মাজমাউল আনহার : ১/১২০) Comments SHARES ইসলাম বিষয়: