লালমনিরহাটে তামাক ফ্যক্টরী অপসরনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে তামাক ফ্যাক্টরি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে এলাকাবাসীর সাথে ক্ষুদে স্কুল শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।

মঙ্গলবার ( ৯অক্টোর) দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে অর্ধঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী জানান, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানিনগর এলাকায় ব্র্যাক শিশু নিকেতন ¯স্কুল ও জনবসতিপূর্ণ এলাকায় তামাকের ডাটাসহ তামাক জাতের বিভিন্ন প্রকার ফ্যাক্টরি গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার হোসেন খোকন।

ওই ফ্যাক্টরিতে সকাল-সন্ধ্যা খোলা মেলা পরিবেশে তামাক পাতা গুড়ো করায় বাতাসের সঙ্গে তামাকের গুড়ো মিশে পরিবেশ নষ্ট করছে।

পাতা গুড়ো করার সময় এলাকায় ছড়িয়ে পড়ে ঝাঁঝালো গন্ধে অতিষ্ট হয়ে পড়ছে জনজীবন। ক্ষতিগ্রস্থ হচ্ছে স্কুলে ক্ষুদে শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা ক্লাসে থাকতে পারছে না। গুড়োর গন্ধে অনেকে হাঁচি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তালুক বানিনগর ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা নাজমুন নাহার তিথি, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, গৃহিনী উম্মে কুলসুম সেতু ও আমেনা বেগমসহ।

এ সময় তারা জানান, পরিবেশ বিনষ্টকারী এ গুল ফ্যাক্টরি অপসারণের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসানের কাছে গণ স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ও ক্ষুদে শিক্ষার্থীরা। অভিযোগের পরেও গুল ফ্যাক্টরি অপসারণ না হওয়ায় মানববন্ধন করেন তারা।

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে হওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুদের ওপর। ওই এলাকার পরিবেশ হয়ে পড়েছে বিষাক্ত ও দূষণযুক্ত। ফলে শিশুদের কাশিসহ চোখের সমস্যা দেখা দিচ্ছে।

এসব ফ্যাক্টরীর বর্জ্যসহ রাসায়নিক বর্জ্যরে বিষক্রিয়ায় এলাকার জনদূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। স্বাভাবিকভাবে বসবাস করাও দূরহ হয়ে পড়েছে।

ওই এলাকার অনেকেই জানান, তামাকের গন্ধের কারণে এলাকার বেশির ভাগ লোক অসুস্থ হয়ে পড়ছে। এমনকি শিশুরা শ্বাস কষ্টে ভুগছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, এলাকাবাসীর অভিযোগটি আমলে নিয়ে উভয়পক্ষকে নোটিশ দিয়ে আজ (মঙ্গলবার) করেছি।

তামাকে গুরো ফ্যাক্টরির মালিক আনোয়ার হোসেনকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/আরএ

Comments