মহান নেতার নাম ব্যবহার করে সন্ত্রাসী বন্ধ করুন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৮ লক্ষ্মীপুর প্রতিনিধি: ঢাকসু’র সাবেক ভিপি স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেন, স্বাধীনতার একটা স্বপ্ন ছিলো, একটা লক্ষ্য ছিলো। সেই স্বপ্ন হলো শোষণমুক্ত একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং স্বাধীন দেশযোপযোগী রাষ্ট্র কাঠামো শাসন ব্যবস্থা গড়ে তোলা। ব্যাংক লুট ও আত্মসাৎকারী চোর ডাকাতদের শাস্তি হয় না। বঙ্গবন্ধু মহান নেতা। তিঁনি আমারও নেতা। তাঁর নাম ব্যবহার করে কেউ চুরি ডাকাতি লুটপাট করতে পারেনা। এসব বন্ধ করুন, নাহলে তাঁর আত্মা কষ্ট পাবে। রোববার (১৮ মার্চ ) সকালে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারের মধ্য গলিতে উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বাধীনতার র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।  তিঁনি আরো বলেন, শত প্রতিকূলতার মধ্যে আমি ছাত্র সমাজের পক্ষে ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীর বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছিলাম। এসময় তিনি ২ মার্চ কে রাষ্ট্রীয়ভাবে পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী জানান। উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবদুল্যাহ আল নোমানের সভাপতিত্বে অনুিষ্ঠত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, কমলনগর জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীরব, পৌর জেএসডির যুগ্ন- আহবায়ক শাহাদাত হোসেন নীরব, উপজেলা জেএসডির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা যুব পরিষদের আহবায়ক হান্নান হাওলাদার উদ্দিন সহ প্রমূখ Comments SHARES শীর্ষনিউজ বিষয়: মহান নেতার নাম ব্যবহার করে সন্ত্রাসী বন্ধ করুন: