ভোলায় কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে শরীরে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮ জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: ভোলা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী শারমিনকে ব্লেড দিয়ে শারীরিক নির্যাতন কারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। আজ রবিবার (১৮মার্চ) সকাল ১১টায় ভোলা সরকারি কলেজের সামনে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যখন বিশ্বে রোল মডেল তখন ভোলায় এই ন্যাক্কার জনক ঘটনা খুবই দুখ্যেজনক। শারমিন এর উপর নির্যাতন কারী আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিও দাবী জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের প্রভাষক জামাল হোসেন, গোলাম জাকারিয়া, আব্দুল গফুর, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ রুবেল, কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি ইমরোজ আলম লিটন, আরিফ বিল্লাহ, ওমরসহ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ভোলায় কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে শরীরে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন