বিভিন্ন আয়োজনে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

জুবায়ের চৌধুরী, পার্থ, ভোলা প্রতিনিধি: এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপপলক্ষে ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রঙ্গনে কোরআন থেকে তেলওয়াত থেকে শুরু করে কবিতা আবৃত্ত্বি, নাটক, দেশাত্নবোধক গান, বক্তৃতা, নৃত্যসহ বিভিন্ন আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির উদ্দিন খানের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ (উত্তর) এর সাধারন সম্পাদক মো: কামাল চৌধুরী, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান পালোয়ান, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসনা বেগম, ইউপি সদস্য রোজিনা আক্তার, ইউপি সদস্য নেকু সর্দার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লোকমান চৌধূরী, রাজনৈতিক ব্যাক্তিত্ব নাগর জমাদারসহ রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ন কবির খোকন, মাওলানা ফরিদ উদ্দিন, বেল্লাল পালোয়ান, মো: মনির হোসেন, মো: কামাল হোসেন, মো: মনজুরুল ইসলাম, মো: রাকিব হোসেন, মো: হযরত আলী, মো: হেলাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Comments