বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮ একুশনিউজ : মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার । সেনাবাহিনীর এই কর্মকর্তা এতদিন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন । সীমান্তরক্ষী বাহিনীতে তিনি মেজর জেনারেল আবুল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপানে এ কথা জানানো হয়। অবসরের সময় ঘনিয়ে আসায় গত ৭ মার্চ আবুল হোসেনকে বিজিবি থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয় । ২০১৬ সালের ২ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার ফিরিয়ে নেওয়ার ১২ দিন পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজিবিতে নতুন মহাপরিচালক নিয়োগের প্রজ্ঞাপন হল। ৫১ বছর বয়সী সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি চা বোর্ডে যোগ দিয়েছিলেন । সেনাবাহিনীর এই কর্মকর্তা ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন । তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ২৫ জুন ১৯৮৪ সালে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন । তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন । রপ্তানি পণ্য চায়ের বহুমুখী ব্যবহারের উদ্যোগ নেওয়ায় সাফিনুল প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রশংসা কুড়ান । গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা দিয়ে আচার, প্রসাধন তৈরিতে সাফিনুলের উদ্যোগের কথা বলেন । ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন, “চেয়ারম্যান সাহেব (সাফিনুল) চায়ের আচার বানিয়ে আমাকে দিয়ে গেছেন। তাৎক্ষণিকভাবে ততটা ভালো লাগেনি । কয়েকদিন রাখার পর এই দু’তিনদিন আগে আমি আবার ওটাকে একটু টেস্ট করে দেখলাম । এখন দেখি আরে- খেতে তো মজাই লাগে।” ১৯৮৬ সালে কমিশন পান তিনি । তিনি মিরপুরের স্টাফ কলেজ থেকে ডিফেন্স সার্ভিস কমান্ডে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন । এক ছেলে ও এক মেয়ের জনক সাফিনুল শিকার ও ভ্রমণ পছন্দ করেন; খেলতে ভালোবাসেন গলফ । সাফিনুলকে সরিয়ে আনায় একই প্রজ্ঞাপনে চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনীর আরেক কর্মকর্তা মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয় । এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই দুই কর্মকর্তাকে বদলি করে প্রেষণে নিয়োগ/প্রেষণে পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হল। উল্লেখ্য, বিজিবি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন; অন্যদিকে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। চা বোর্ড রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। /এসআর Comments SHARES শীর্ষনিউজ বিষয়: আবুল হোসেনউপসচিবউপসচিব এম কাজী এমদাদুল ইসলামচা বোর্ডের নতুন চেয়ারম্যানচায়ের আচারজনপ্রশাসন মন্ত্রণালয়জয়পুরহাটপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবর্ডার গার্ড বাংলাদেশবাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানবাংলাদেশ মিলিটারি একাডেমিতবাংলাদেশ সশস্ত্র বাহিনীবাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীবিজিবিবিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুলমহাপরিচালকমেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানমেজর জেনারেল মো. সাফিনুল ইসলামরপ্তানি পণ্য চাসেনাবাহিনী