পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ কিশোরগঞ্জ প্রতিনিধি :“এসো প্রতিভা বিকাশ করি, সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর পত্রিকা মাসিক ‘নকীব’ পাকুন্দিয়া উপজেলা পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০১৮ইং এর পুরস্কার বিতরণী (১৮ আগস্ট) শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া বাজার গরুহাটা সংলগ্ন নতুন ভবনস্থ আইএবি মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা নকীব পাঠক ফোরামের প্রধান সমন্বয়ক মোঃ সাকিবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, মাসিক নকীবের সাবেক সম্পাদক ও কিশোরগঞ্জ মডেল কলেজের লেকচারার হাফেজ মাও: আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা নকীব পরিবারের তত্ত্বাবধায়ক আহমাদ উল্লাহ বিন ফরিদ, পাকুন্দিয়া পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন সরকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. ক্বারী তোফায়েল আহমাদ, তরুণ সাহিত্যিক ও ছড়াকার সুলতান আফজাল আইয়ূবী, জেলা নকীব পরিবারের সদস্য ফাইজুল ইসলাম প্রমুখ। পাকুন্দিয়া উপজেলা নকীব পাঠক ফোরামের সমন্বয়ক নূরুল জান্নাত মান্না ও খাইরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মাহবুবুর রহমান, নাজমুল হুদা, সাখাওয়াত উল্লাহ, সাদেক হোসেন, মোবারক হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী ১০জন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: কুইজপাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতাপ্রতিযোগিতা