নৌকায় ভোট চেয়ে চবিতে ছাত্রলীগ কর্মীর ব্যাতিক্রমী উদ্যোগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮ চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে নৌকায় ভোট চেয়ে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে এক ছাত্রলীগ কর্মী। এসময় অভিভাবকদের মাঝে সরকারের উন্নয়ন প্রচারপত্র, খাবার পানি বিতরণ ও বিভিন্ন সহযোগীতামূলক কর্মকান্ডে অংশ নেয় সে। তার নাম মেহেদী হাসান হৃদয়। সে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ২৭ থেকে ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন তাকে এমন প্রশংসনীয় কর্মকাণ্ডে দেখা যায়। জানা যায়, টিউশনির টাকা বাচিয়ে ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এমন কাজে নামে ওই ছাত্রলীগ কর্মী। এসময় তার সঙ্গ দেন বিলুপ্ত কমিটির উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল, প্রদীপ চক্রবর্তী দূর্জয়সহ আরও অনেক নেতাকর্মী। তারা সকলে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারি হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এ বিষয়ে মেহেদী হাসান হৃদয় জানান, আমার ইচ্ছে ছিল সব জায়গায় নৌকার নির্বাচনী প্রচারণা চালাবো। কিন্তু আর্থিক সমস্যা থাকায় সেটা সম্ভব না হলেও, এ সামান্য উদ্যোগের মধ্য দিয়ে কিছু করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন আমার পরিবারের সকল সদস্যরা। এছাড়া ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ঢাবির সাবেক সভাপতি আবিদ আল হাসান ও বর্তমান ঢাবি ফজলুল হক হলের সভাপতি শাহরিয়ার সিদ্দিক শিশিম আমাকে অনুপ্রেরণা দেন। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: নৌকায় ভোট চেয়ে চবিতে ছাত্রলীগ কর্মীর ব্যাতিক্রমী উদ্যোগ