নন্দীনি মুৎসুদ্দী সোমা’র কবিতা ‘অপরাজিতার নীলে’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮ ‘অপরাজিতার নীলে’ নন্দীনি মুৎসুদ্দী সোমা অপরাজিতার নীলে, নীল হয়ে। আমি হারিয়েছি আজ, দূরে সবুজ কোনো প্রান্তরে। আমি অচেনা এক মেঘ, চেনা হয়ে ধরা দিলাম; তোমারই অন্তরে। পরম বিশ্বাসে হাত রাখি, রোদেরই গায়ে। মনে হয় যুগ যুগ ধরে, তোমায় চিনি। কত না পথ দুজনা হেটেছি, পায়ে পায়ে। প্রকৃতিও রেখে যায়, দুজনারই জন্য। কিছু ভালো লাগা, কিছু স্নিগ্ধতা। আমি অপরাজিতার নীলে, নীল হয়ে। আজ তোমার মনে রেখে যেতে চাই, কিছু মুগ্ধতা। /এমএম Comments SHARES সাহিত্য বিষয়: নন্দীনি মুৎসুদ্দী সোমা’র কবিতা ‘অপরাজিতার নীলে’