জাতীয় বিতর্ক সংসদ এর ‘আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’ অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮ নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিতর্ক সংসদ আয়োজিত ‘গন্ধরাজ সিটি গার্ডেন ঢাকা বিভাগীয় ১ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত কমিটমেন্ট অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক সংসদের প্রধান উপদেষ্টা শেখ ফজলুল করীম মারুফ, উপদেষ্টা জি. এম. রুহুল আমিন, মডারেটর মু. জিয়াউল হক। জাতীয় বিতর্ক সংসদের সভাপতি এম. এম. শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুর ও তার আশপাশের সর্বমোট ছয়টি স্কুল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে, নিবরাস মাদরাসা বনশ্রী, পাগলা উচ্চ বিদ্যালয় নারায়নগঞ্জ, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়, নলেজ আইডিয়াল স্কুল, বন্দর ফাজিল মাদরাসা, গোলাকান্দা মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়। মোট তিনটি ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নিবরাস মাদরাসার সাথে নলেজ আইডিয়াল স্কুলের প্রতিদ্বন্দ্বিতা হয় এবং নিবরাস মাদরাসাকে হারিয়ে নলেজ আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল রাউন্ডে বিতার্কিকদের বিতর্কের বিষয় ছিলো ‘আইন নয় সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে’। বিষয়টির পক্ষে সরকারীদল হিসেবে বক্তব্য রাখেন নলেজ আইডিয়াল স্কুলের বিতার্কিকগণ ও বিরোধীদল হিসেবে বিষয়টির বিপক্ষে বক্তব্য রাখেন নিবরাস মাদরাসার বিতার্কিকগণ। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্কের মাধ্যমে সমাজকে ভালো কিছু দেয়া এবং ভিন্নমতাবলম্বীদের যৌক্তিক মতামতকে গ্রহণযোগ্য দৃষ্টিতে দেখার মানসিকতা তৈরি হয়। অন্যর প্রতি উচ্চ দৃষ্টিভঙ্গির বিকাশ সাধিত হয়। তাই বিতর্ক শেখা এবং চর্চার মাধ্যমে তা চালিয়ে যাবার চেষ্টা অব্যহত রাখা প্রয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গন্ধরাজ সিটি গার্ডেন এর ম্যানেজিং ডিরেক্টর শেখ মু. নুর-উন-নাবী, নলেজ আইডিয়াল স্কুলের ইংরেজী শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, রণি ভুইঞা প্রমুখ। বিআইজে/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: একুশ নিউজজাতীয় বিতর্ক সংসদ এর 'আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮' অনুষ্ঠিতবিতর্কশিক্ষাঙ্গন