চবিতে শিক্ষার্থীর আত্মহত্যা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮ নাজমুল হাসান, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এতিম আলী কটেজে অর্থনীতি বিভাগের জাহাঙ্গীর রাজু নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে এতিম আলী কটেজের একটি কক্ষে তার মরদেহ দেখতে পান এক শিক্ষার্থী। রাজুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর শুনেছি। তবে আত্মহত্যা করেছে কি না আমরা নিশ্চিত নই। ঘটনাস্থলে আছি। উদ্ধারের পর বিস্তারিত বলতে পারবো। প্রথমে মরদেহ দেখতে পাওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, দুই দিন আগে তার সঙ্গে সামনা-সামনি কথা হয়েছিল। তাকে সেসময় স্বাভাবিকই মনে হয়েছে। পড়াশোনার পর চাকরি নিয়ে টেনশনে ছিল। রাজুর বাড়ি থেকে ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান তিনি । সকাল সাড়ে ৮টায় অনেক ডাকাডাকি করেও রাজুর কোনো সাড়া মেলেনি। পরে ১১টার দিকে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: চবিতে শিক্ষার্থীর আত্মহত্যা