চবিতে পাঁচ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী এ অভিযোগ দেয়। যৌন নিপীড়নে বাধা দেওয়ায় এক সাংবাদিককেও মারধর করে ওই পাঁচ ছাত্রলীগ কর্মী। এর আগেও তাদের বিরুদ্ধে সাংবাদিক মারধর, হুমকি , ইভটিজিং ও মাধকের অভিযোগ রয়েছে বলে জানা যায়। অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ ও নাদির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইজাজ হায়দার ইজু এবং ইসালামের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শোয়াবুর রহমান কনক। তারা বিশ্ববিদ্যালয়ের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল হক রুবেল এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। জানা যায়, গত বুধবার ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী সমাজ বিজ্ঞান অনুষদের ক্যান্টিনে দুপুরের খাবার খেতে গেলে ক্যান্টিনে অবস্থানরত ওই পাচঁ ছাত্রলীগকর্মী অশ্লীল ভাষায় গালিগালাজ ও যৌন নিপীড়ন করে। এসময় এক সাংবাদিক বাধা দিতে গেলে ওই সাংবাদিককেও মারধর করা হয়। পরবর্তীতে খবর পেয়ে চবি সাংবাদিক সমিতি ও সিএফসি গ্রুপের নেতা ও ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল হক রুবেল বিষয়টি সমাধানের জন্য বসলে ওই পাচঁ ছাত্রলীগকর্মী সহ বেশ কয়েকজন মিলে আবারও সাংবাদিক সমিতি ও ওই দুই শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়। এ সময় তারা আরো হুমকি দিয়ে বলে ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি আসলে সব সাংবাদিকদের ধরে ধরে মারবো। এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, কথা কাটাকাটির জেরে জুনিয়র কর্মীরা বলছে তাদের ব্লাকমেইল করা হয়েছে। অন্যদিকে ছাত্রীরা বলছে তাদের যৌন নিপীড়ন করা হয়েছে। উভয় পক্ষই প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছে। প্রক্টরিয়াল বডি অভিযোগ তদন্ত করে দেখবে । যারা দোষী তাদের শাস্তি দিবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, আমরা যৌন হয়রানি ও নিপীড়নের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টিকে খুব গুরুত্বসহকারে নিয়েছি। এই অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠাবো এবং সেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: চবিতে পাঁচ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ