চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চুরি ও মারধরের ঘটনায় ১১ ছাত্রলীগ কর্মীকে বহিস্কার

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চুরি ও মারধরের ঘটনায় ১১ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে চবি প্রক্টর অফিসে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ সকল তথ্য নিশ্চিত করেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। বহিস্কৃতদের মাঝেঁ দুই জনকে এক বছর, দুই জনকে ছয় মাসসহ আরো সাত জনকে দুই মাসের জন্য বহিস্কার আদেশ দেওয়া হয়।

এ সময় চবি প্রক্টর সাংবাদিকদের জানান, গত ১০ সেপ্টেম্বর শাটল ট্রেনে এক সাংবাদিককে মারধররে ঘটনায় ছাত্রলীগ নেতা ও ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মাহামুদুল হাসান রুপককে এক বছরের জন্য এবং একই ঘটনায় ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মো: সাব্বির হোসেন , রাজিবুল আলম ও মাকেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৈমুর হোসেনকে দুই মাসের জন্য বহিস্কার করা হয়েছে। এরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের নেতাকর্মী বলে জানা যায়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়িতে কম্পিউটার সায়েন্স বিভাগের মাষ্টার্সের ছাত্র শান্তনু নাথ ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সালাউদ্দিন চৌধুরীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমাদ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের ইব্রাহিম খলিল, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সালাউদ্দিন সাজ্জাদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের লিপটন দাশকে ২ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে , গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সস বিভাগের ও আমানত হলের আবাসিক ছাত্র মো: জাহিন খন্দকারের রুম থেকে লাপটপ ও মোবাইল চুরির ঘটনায় একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কাউসার ইবনে কাসেম ও মো: রিফাত হাসনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও, গত ২৯ মার্চ ইতিহাস বিভাগের ২০১৬ -১৭ শিক্ষাবর্ষের ছাত্র গিয়াস উদ্দিন হিমেল ও তার অভিবাবককে মারধররে ঘটনায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র সামদানি রহমান জিকুকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।

চবি প্রক্টর আরো জানান, বিশ্ববিদ্যালয়ের র্বোড অফ রেসিডেন্স হেলথ এন্ড ডিসিপ্লিন কমিটির এক বৈঠকে তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই বহিস্কার বিষয়ে সিদ্ধন্ত নেয়া হয়। ২৫ সেপ্টেম্বর থেকে বহিস্কৃত আদের্শ কার্যকর শুরু হয়েছে।

/এমএম

Comments