কলকাতায় সাবিনা পাবেন আজীবন সম্মাননা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবার কলকাতার ‘বাংলা উৎসব’-এ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।

আগামী বছরের ৪ জানুয়ারির থেকে ‘বাংলা উৎসব’ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। উৎসবে যোগ দিতে ৩ জানুয়ারি কলকাতায় থাকবেন সাবিনা ইয়াসমিন।

কলকাতার নজরুল মঞ্চে তিন দিনব্যাপী উৎসবে ভারতের আরতি মুখোপাধ্যায়কেও আজীবন সম্মাননা প্রদান করা হবে।

‘বাংলা উৎসব’-এ বাংলাদেশ থেকে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। আর ভারত থেকে এই তালিকায় থাকছেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে।

বাংলাদেশের জনপ্রিয় এ কন্ঠশিল্পী ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি সাতক্ষীরা।

সব ক’টা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাড়িয়া দে, সুন্দর সুবর্ণ – এ ধরনের অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। ছায়াছবিতে ১২ হাজারের মতো গান করছেন তিনি। গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন দশবার পেয়েছেন।

/সিএইচ

Comments