ইবি শিক্ষার্থীদের ফি কমানোর আন্দোলনের যৌক্তিকতা নিরুপণে কমিটি

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যাবতীয় ফি কমানোর দাবি, আন্দোলনের কারণ এবং যৌক্তিকতা ও পরবর্তী করণীয় সম্পর্কে অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) এস এম আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়াকে আহ্বায়ক করে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.হারুন-আর রশিদ আসকারী এ তদন্ত কমিটি গঠন করেছেন।

এছাড়া তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.রেজওয়ানুল ইসলাম।

প্রসঙ্গত ভর্তি ফি সহ ক্রমবর্ধমান যাবতীয় ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২৩ অক্টোবর প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে।

পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৮ অক্টোবর পর্যন্ত দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেয় এবং দাবি না মেনে নেয়া হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উপরোক্ত তদন্ত কমিটিকে অতি দ্রুত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

Comments