ইবি’র ৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন। মেধার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির ৮জন শিক্ষার্থীকে এ স্বর্ণপদক দেয়া হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পদক বিতরন অনুষ্ঠিত হবে। তবে এ পদক কবে দেয়া হবে এ সংক্রান্ত কোনও তথ্য এখনো জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা গেছে,স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, আইন বিভাগের লাবনী আক্তার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম,অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন,পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মুরশেদ, ইনফরমেশন কমিউনিকেশন বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনীন আক্তার। উল্লেখ্য,২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধার স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান শুরু করেন বলে জানা গেছে। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: প্রধানমন্ত্রী স্বর্ণপদক