ইবিতে ভর্তি হওয়ার পরেও আসন খালি ৬৩১

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধাতালিকা থেকে ভর্তি হওয়ার পর ৪ টি ইউনিটে মোট ৬৩১টি আসন শূন্য রয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা যায়।

ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ টি আসনের মধ্যে ফাঁকা আছে ১৮ টি আসন।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১০৩৫ টি আসনের মধ্যে ২৫৬ টি আসন শূন্য রয়েছে।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১১২ টি আসন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ২৪৫ টি আসন শূন্য রয়েছে।

ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমানদের সাক্ষাৎকার আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদের ভর্তি কার্যক্রম ১২ ডিসেম্বর এর মধ্যে সম্পূর্ণ করতে হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অপেক্ষমানদের সাক্ষাৎকার ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবং আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

/সিএইচ

Comments