ইতালির সানজেন্নারোয় খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯

মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি থেকেঃ ইতালিতে নাপলি সানজেন্নারোয় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

৪ জুন সকাল ৮ টায় ঈদুল ফিতরের নামাজ সানজেন্নারো’ র ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পূর্বেই প্রবাসি ধর্মপ্রান মুসলমানগন দলে দলে নামাজের স্হানে হাজির হয়।

নামাজের পূর্বে ধর্মীয় বিষয়ের উপর আলোচনা করেন সানজেন্নারো নতুন মসজিদের প্রধান ইমাম মাওলানা শাকিল আহম্মেদ।

এ ছাড়াও বক্তব্য রাখেন সানজেন্নারো পুরাতন মসজিদের সভাপতি গোলাম আক্তার লিটন, নাপলি আওয়ামীলীগের আহ্বায়ক আঃ কুদ্দুস হাওলাদার,নাপলি আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক মাতুব্বর, যুগ্ন সম্পাদক ফেরদৌস উকিল, সানজেন্নারো, পালমা, সানজোসেপ বি,এন,পির সভাপতি আব্দুল গনি,যুবদল সভাপতি সানাউল্লাহ সানী, বৃহত্তর খুলনা কল্যান সমিতির সহ সভাপতি হাফেজ শাহজাহান চুন্নু।

এছাড়া নামাজ ও দোয়া পরিচালনা করেন সানজেন্নারো পুরাতন মসজিদের পেশ ইমাম জিয়াউদ্দিন আহম্মেদ। নামাজ শেষে প্রবাসীরা একেআপরের সাথে কুলাকুলি ও কুশল বিনিময় করেন।

Comments