ইতালির নাপলিতে এক দুর্বৃত্তের গুলিতে বার মালিক নিহত, আহত ৩

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি প্রতিনিধিঃ ইতালির নাপলিতে পেপে নামের এক বার মালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।আহত হয়েছে ৩ জন।

গতকাল শনিবার রাত সোয়া ১০ টায় নাপলির পালমা কাম্পানিয়ায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বার মালিক পেপের  (৬৪) সাথে দুর্বৃত্তদের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায় হাতাহাতি হয়। পরে অজ্ঞত ৭৩ বছর বয়স্ক এক দুর্বৃত্ত পেপেকে লক্ষ করে ৫ রাউন্ড গুলি করে। এ সময় পেপে রাস্তায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্হলে তার মৃত্যু হয়।

গুলিতে তার ২ মেয়েসহ ৩ জন আহত হয়েছে। ঘটনার পর পরই স্হানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পালমা কাম্পানিয়ায় বসবাসরত প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বর্তমানে এ এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখছে। পেপে দীর্ঘদিন যাবত পালমা কাম্পানিয়ার দোমেনিকার বার সংলগ্ন এলাকায় বারের ব্যবসা করে আসছিলেন।

এসকে/

Comments